আমাদের জামালপুর জেলার প্রবেশদ্বার সদর উপজেলার দক্ষিণ প্রান্তে ঢাকা-জামালপুর মহাসড়কের পাশে বংশাই
নদী ঘেরা ১৪নং দিগপাইত ইউনিয়ন অবস্থিত । এই ইউনিয়নের কেন্দ্রস্থলে জামালপুর জেলার দ্বিতীয় বৃহত্তম
ঐতিহ্যবাহী ছোনটিয়া বাজার অবস্থিত । ইউনিয়ন পরিষদ ভবন, ভূমি অফিস, খাদ্য গুদাম, কৃষি অফিস, কৃত্রিম
প্রজনন কেন্দ্রসহ সরকারী প্রায় সকল স্থাপনা ছোনটিয়া বাজার অবস্থিত । ত্রিশ হাজারেরও অধিক জন
অধ্যুষিত এই এলাকায় কেন্দ্রীয় মসজিদ, কৃষি ব্যাংক, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এই
বাজারেই অবস্থিত । এই বাজারকে স্মরণীয় করে তুলেছেন যারা, তাঁদেরই একজন এলাকার গুরুজনদের গুরু যার যাদুর
স্পর্শে এলাকার যারাই সুশিক্ষায় শিক্ষিত, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকশিত হয়েছেন, জন্মস্থানকে
আলোকিত করেছেন, তাদের প্রায় সকলেরই গুরু মরহুম আলহাজ মফিজ উদ্দিন আহমেদ এর গুরুগৃহ ( বাসগৃহ ) এই
ছোনটিয়া বাজারে অবস্থিত ।
মামুন স্মৃতি পাবলিক স্কুল একটি প্রস্ফুটিত গোলাপের নাম। এই গোলাপের বীজ রোপণ করা হয়েছিল ১৯৯০ সনে । বীজ থেকে চারা গাছ, আস্তে আস্তে বড় হওয়া তারপর ফুলের কলি এবং গোলাপ ফুটানো সবই হয়েছে অত্যন্ত যত্ন সহকারে । স্কুল নামের এই বাগানটির পরিচর্যায় অনেকেই নিরলসভাবে কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন । অনেক বড় একটি স্বপ্ন নিয়ে এই বাগানটি সাজিয়েছিলেন যারা, তাদের অনেককেই আমি কাছ থেকে দেখেছি এবং এখনো দেখে যাচ্ছি। কারো কারো হিংসা হলেও আমাকে বলতেই হবে স্কুল নামের এই বাগানটির পরিচর্যায় যিনি প্রথম থেকে কাজ করেছেন এবং এখন পর্যন্তও নিরলসভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন ।