এক নজরে
মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় ।

এডভোকেট মোঃ খলিলুর রহমান
প্রতিষ্ঠাতা,মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় ;
সুপ্রিম কোর্টের আইনজীবী ।

ড.আতিউর রহমান
উপদেষ্টা,মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় ;
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ।

স্কুলের ইতিহাস
অধ্যাপক মোঃ আব্দুল হামিদ
সাবেক অধ্যক্ষ, দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ ;
সভাপতি,মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় ।
আমাদের জামালপুর জেলার প্রবেশদ্বার সদর উপজেলার দক্ষিণ প্রান্তে ঢাকা-জামালপুর মহাসড়কের পাশে বংশাই নদী ঘেরা ১৪নং দিগপাইত ইউনিয়ন অবস্থিত । এই ইউনিয়নের কেন্দ্রস্থলে জামালপুর জেলার দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী ছোনটিয়া বাজার অবস্থিত । ইউনিয়ন পরিষদ ভবন, ভূমি অফিস, খাদ্য গুদাম, কৃষি অফিস, কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ সরকারী প্রায় সকল স্থাপনা ছোনটিয়া বাজার অবস্থিত । ত্রিশ হাজারেরও অধিক জন অধ্যুষিত এই এলাকায় কেন্দ্রীয় মসজিদ, কৃষি ব্যাংক, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এই বাজারেই অবস্থিত । এই বাজারকে স্মরণীয় করে তুলেছেন যারা, তাঁদেরই একজন এলাকার গুরুজনদের গুরু যার যাদুর স্পর্শে এলাকার যারাই সুশিক্ষায় শিক্ষিত, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকশিত হয়েছেন, জন্মস্থানকে আলোকিত করেছেন, তাদের প্রায় সকলেরই গুরু মরহুম আলহাজ মফিজ উদ্দিন আহমেদ এর গুরুগৃহ ( বাসগৃহ ) এই ছোনটিয়া বাজারে অবস্থিত ।

